আকাশ মারমা মংসিংঃ”খেলাধুলা করব, সুন্দর জীবন গড়ব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয়ের সূবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বান্দরবানে টি-টেন ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর বুধবার দুপুরে বান্দরবান জেলা স্টুডিয়াম জেলা ক্রীড়া অফিসের আয়ােজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযােগিতায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্তিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
খেলায় মেঘলা ক্রিকেট দল বনাম নীলাচল ক্রিকেট মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১৪ রানে জয় ছিনিয়ে নেন মেঘলা দল। খেলা শেষে বিজয়ী মেঘলা দল কে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, সদস্য তাহের টিপু, ক্রিকেট কােচ রাহুল বিশ্বাস, সহকারী কােচ তপন ত্রিপুরা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সহ ব্যক্তিবর্গ প্রমুখ।