1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
আজ সাংবাদিক ইসমাইলুল করিমের শুভ জন্মদিন - paharkantho
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

আজ সাংবাদিক ইসমাইলুল করিমের শুভ জন্মদিন

লামা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

লামা প্রতিনিধিঃআজ ২৭ অক্টোবর ২১ইং সাংবাদিক ইসমাইলুল করিমের ২০তম জন্মদিন আজ। ২০০১ সালের রবিবার এই দিনে বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন খেদারবান পাড়া এলাকার একটি মাধ্যম পরিবারে জন্মগ্রহন করেন তিনি। এলাকায় কৃষক পিতা আনোয়ার হোসেন ও মাতা সেতারা বেগম তৃতীয় সন্তান ইসমাইলুল করিম।

ইসমাইলুল করিম বেড়ে উঠেছেন গ্রামে।বর্তমানে তিনি একই এলাকায় বসবাস করেন।তিনি একসময় ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব এবং ছাত্রনেতা হিসেবে পরিচিত রয়েছেন। চকরিয়া ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্র পড়াশোনা পাশাপাশি প্রায় ৩/৪ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত তিনি।বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক গণতদন্ত পত্রিকার, লামা প্রতিনিধি,কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক মেহেদী পত্রিকা ও মেঘনা টিভি বান্দরবান জেলা প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন পাহাড় কন্ঠে বার্তা সম্পাদক কর্মরত ও লামা সাংবাদিক ফোরাম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৮সালে পত্রিকায় লেখালেখি শুরু করেন সাংবাদিক ইসমাইলুল করিম বতর্মানে ক্রাইম সাংবাদিকদের অন্যতম। তিনি মাঠ পর্যায়ে সাংবাদিকদের কাছে বেশ জনপ্রিয়। জনপ্রিয় তার নিজ এলাকায়ও। সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন তিনি। ইসমাইলুল করিম অনেক মেধাবী ও সাহসি একজন সাংবাদিক। সাংবাদিকদের বিভিন্ন সমস্যায় সবসময় পাশে থাকতে দেখা যায়। অল্পদিনে তিনি সাংবাদিকতা পেশায় বেশ পরিচিতি লাভ করেছেন।তিনি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চান এবং সবার দোয়া কামনা করেন।

ইসমাইলুল করিম বলেন,আমার যতদুর মনে পড়ে প্রথম যেদিন লেখা বের হয় সেদিন ১০ কপি পত্রিকা লামা ও নিজ এলাকায় নিয়ে গিয়ে নিজেই বিলি করেছিলাম। পরবর্তিতে ২০ কপি পর্যন্ত নিজে নিয়ে গিয়ে পাঠকের কাছে পৌঁছে দিয়েছি। তবে যখন চাহিদা বেড়ে ২০/৩০ কপি পত্রিকা লামায় যেতে লাগলো তখন একজন ছেলে ঠিক করে তাকে দিয়ে বিতরণ করতে শুরু করি। প্রায় তিন মাস নিজে পাঠকের কাছে পত্রিকা পৌঁছে দিয়েছি। এভাবেই আমার সাংবাদিকতা শুরু।

সুযোগ আর স্বার্থ হাসিলের একটি প্লাটফর্ম রাজনীতি বললেই চলে। যেটাকে হয়ত প্রফেশনাল রাজনীতি করা অসংখ্য মানুষরা ঐরকম ভাবলেও, বাস্তবতার ক্ষেত্রে সেটিকে তেমন করে ভাবা খুবই বেমানান দেখায়। এমন এক কঠিন প্লাটফর্মে যে মানুষটা নেতার ভাবে নই ভাইয়ের ভাব দেখিয়ে কর্মীদের আগলে রাখার চেষ্টা করেন সংগঠনের মঙ্গলের স্বার্থে, যা ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয় ভাই দেখিয়েছেন চলাফেরায় আর কাজেকর্মে।

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a