শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে গৃহবধুকে গলাকেটে হত্যা সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরলো কেএনএফ এর অত্যাচারে পালিয়ে যাওয়ার বম পরিবার পার্বত্য জেলা বান্দরবানে ছয় দিনে তিন ধর্ষণ নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে  ১৯ লক্ষ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার প্রধানসহ ১০ জন গ্রেপ্তার সীমান্তে থেমে নেই বিজিবির কঠোর অভিযান,গরুসহ ১১ লক্ষ টাকার পণ্য জব্দে চোরাচালানিরা আতংকে শৈশব থেকে সংগ্রামে বড় হওয়া উথোয়াইয়ই মারমার উদ্যোগে দুর্গম পাহাড়ে স্কুল প্রতিষ্ঠা দুর্গম পাহাড়ের বম জনগোষ্ঠী পেলো সেনাবাহিনীর মানবিক সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে নারীদের আত্মরক্ষায় YDSB এর বিশেষ ওয়ার্কশপের আয়োজন। নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান ১১ টি বার্মিজ গরুসহ ১৯ লক্ষ টাকার বিভিন্ন পণ্য জব্দ
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবান ইউপিডিএফ গণতান্ত্রিকের সংবাদ সম্মেলন

পাহাড় কন্ঠ ডেক্সঃ
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৮০৭ জন নিউজটি পড়েছেন

 

পাহাড়কন্ঠ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সার্বিক পরিস্থিতি আলোকে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে নব গঠিত পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলর্স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) ইউপিডিএফ।

রবিবার (১৭অক্টোবর) দুপুরে শহরের বালাঘাটা সড়কের কাজি ডাইন রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে ইউপিডিএফ মূখপাত্র সুলেন চাকমা বলেন- পার্বত্য চট্টগ্রামকে ঘিরে  স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কোন শেষ নাই। কুচক্রী এই মহলসমূহ গত কয়েক দশক ধরে সাধারণ জুম্ম ভাইবোনদের সরলতার সুযোগ নিয়ে নিজ স্বার্থে অপব্যবহার করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্বে এই ষড়যন্ত্রের ধরন ছিল একরকম আর চুক্তির পর স্বার্থন্বেষী মহল নতুন রুপে তাদের ষড়যন্ত্র সাজিয়ে আবার জনগনকে ধোঁকা দেওয়ার পায়তারা করছে।

সংবাদ সম্মেলনে ইউপিডিএফ নেতৃবৃন্দ,পাহাড়ে সন্ত্রাসের জন্য জেএসএসকে দায়ী করে বলেন- কুচক্রী মহলটি জুম্ম জনগণকে বিভ্রান্ত করে, অপব্যবহার করে দেশের বাইরে দুটি স্থানে অনুগত কর্মীদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। অরাজকতা সৃষ্টি করে কোন কিছু আদায় করা যায় না। আমরা চাই সরকারের সঙ্গে বুঝাপড়ার মধ্যদিয়ে শান্তিচুক্তি প্রতিষ্টিত হউক। কোনভাবে পাহাড়ে চাঁদাবাজি, সন্ত্রাস, উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করে নয়। যারা পাহাড় নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।পার্বত্য অঞ্চলকে নিয়ে জেএসএস এর ষড়যন্ত্র বন্ধ এবং তাদের আত্মীয় স্বজনদের ষড়যন্ত্রের পথ পরিহার, চলমান উন্নয়ন, দেশী-বিদেশী স্বার্থনেষী মহলের ষড়যন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম ও গোয়েন্দা সংস্থার নজরদারী বৃদ্ধির দাবী জানান।

বান্দরবানে বিভিন্ন সময়ে হত্যাকান্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউপিডিএফ নেতৃবৃন্দ বলেন- তাদের সশস্ত্র কোন দল নেই, ক্যাডার নেই। সাধারণ জুম্ম জনগণের স্বার্থেই তারা কাজ করছেন। অন্যদিকে সন্তু লারমা সরকারের সঙ্গে চুক্তি করার পরও একগোয়েমী করে পাহাড়ে অশান্তি ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইউপিডিএফ এর জেলা সভাপতি মংপ্রু মারমা,সিনিয়র সদস্য চিকু চাকমা,পিসিপি সভাপতি উচিং মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!