পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় গৃহবধু রোকসানা আক্তারের(৩৭)মরদেহ উদ্ধারের ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ১৩ আগস্ট নিহতের ছোট ভাই রাশেদুল কাদের বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইও পেকুয়া থানার এসআই এটিএম আশরাফুল হক।
তিনি বলেন, মামলার এজাহারে ৭ জনকে আসামী করা হয়েছে। তাছাড়া অজ্ঞাতনামা হিসেবে রয়েছেন ১৪-১৫ জন।
গত ১০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বকসুমোরা এলাকার নিজ বাড়ি থেকে গৃহবধূ রোকসানা আকতারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের দাবী শ্বাশুরী ও দেবররা মিলে তাকে হত্যা করা হয়েছে। পরে তাকে আত্মহত্যা করেছে অপপ্রচার চালায় তারা। এই ঘটনার তিন দিনের মাথায় আত্মহত্যার প্ররোচনায় মামলা রুজু করে পেকুয়া থানা। রোকসানা একই এলাকার ওমান প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের স্ত্রী।