পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিকঃকক্সবাজার পেকুয়ায় নেজাম উদ্দিন (৩৫) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় ৮জনের বিরুদ্ধে থানায় মামলা (০৮/২১)রুজু হয়েছে।
শনিবার(২৪ এপ্রিল)দুপুরে নিহতের স্ত্রী শামিনা আক্তার বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন। ওসি সাইফুর রহমান মজুমদার মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বারবাকিয়া ইউনিয়নের দুর্গম পূর্ব ভারুয়াখালী এলাকায় সন্ত্রাসীরা নেজাম উদ্দিনকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। নেজাম উদ্দিন একই এলাকার শব্বির আহমদের ছেলে। তিনি পেশায় ও খুচরা কাঠ ব্যবসায়ী ও তিন কন্যা সন্তানের জনক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

