জাহাঙ্গীর আলম কাজল:পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে এতে করে আগামী পাঁচ বছরে বাংলাদেশ হবে হংকং, সিঙ্গাপুরের মতো উন্নত ও সুন্দর দেশ।
রোববার(৬ডিসেম্বর)বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রায় সাড়ে ৫২ কোটি টাকার ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী।
সভায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের লক্ষ্য হলো উন্নত বাংলাদেশ গড়া। এ লক্ষ্য অর্জনে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। ওই কাজের ক্ষেত্রে কোনোভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান,জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউলাহ,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু তাহের কোংম্পানী, সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মংলাওয়ে মার্মা, বাইশারী ইউপি চেয়ারম্যন মো: আলম, সদর ইউপি চেয়ার নুরুল অাবছার ইমন, বাইশারী ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর প্রমুখ।