সিরাজগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ জুলাই) বেলা পৌনে একটার দিকে কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় বেশ ক’জন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ বিডি২৪লাইভকে বলেন, ‘ওই এলাকার কয়েকজন মানুষ দোকান ঘর সরাতে গিয়েছিল। সে সময় উপরে থাকা বৈদ্যুতিক তার লিক হয়ে ওই ঘরটির সঙ্গে লেগে যায়।’
‘এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ছয়জন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আর লাশ ছয়টি সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।’
ঘটনাস্থলে থানা থেকে লোক পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেননি ওসি।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ফরিদুল ইসলামও ছয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন।