Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে করলিয়া প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

রেমবো ত্রিপুরা
আপডেট : December 11, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার নাইক্ষ্যংপাড়ায় সিএএলও–কমিউনিটি রেসিলিয়েন্স থ্রো লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপ্টেশন ইন সিএইচটি (করলিয়া) প্রকল্পের আওতায় মাঠ দিবস (ফিল্ড ডে) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং ইআরআরডি, সিএইচটি এ, এমসিএইচটিএ ও ইউএনডিপি’র সহযোগিতায় এ অনুষ্ঠানের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন প্রযুক্তি ও শেখা-শেখানোর অভিজ্ঞতা বিনিময় করা হয়।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার অংসিংম্যা মারমা, জেলা পরিষদ ও ইউএনডিপির উপজেলা ম্যানেজার জেমস বম, মেম্বার পিতরাং ত্রিপুরা, কারবারি প্রেমুজ ত্রিপুরা ও কারবারি মংঞোচিং মারমাসহ প্রকল্পভুক্ত কৃষক, নারী উপকারভোগী, যুব প্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মাঠ পর্যায়ে বাস্তবায়িত টেকসই কৃষি প্রযুক্তি, পানি সংরক্ষণ, মাটির উর্বরতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা, সফলতার গল্প ও চ্যালেঞ্জ শেয়ার করেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাহাড়ি এলাকায় কমিউনিটি-ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অভিযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। করলিয়া প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, জীবিকায়ন উন্নয়ন ও স্থিতিস্থাপকতা গড়ে তোলার কার্যক্রম আরও বিস্তৃত হবে।

মাঠ দিবস শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

আরো পড়ুন→এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক