Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পার্বত্য চট্টগ্রামে সম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষনের বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন

আরাফাত খাঁন
আপডেট : October 27, 2025
Link Copied!

আজ (২৭ অক্টোবর) সোমবার সকাল সাড়ে দশটায় জেলা শহরের মুক্তমঞ্চ চত্বরে মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

সাম্প্রতিক রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় প্রতিবন্ধী মারমা নারী ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরী কে স্বজাতিকর্তৃক ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রথাগত বিচারের নামে ধামা চাপা দেয়ার প্রতিবাদে এই মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

এসময় বক্তারা বলেন, ধর্ষক,খুনি,সন্ত্রাসী অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের এক হয়ে সোচ্চার হতে হবে। সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে এইসব অপকর্মকে যদি আমরা সাই দেই তাহলে এইসবের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যাবেনা।

বক্তারা আরো বলেন, “পার্বত্য অঞ্চলে নারী নির্যাতনের ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা অমানবিক ও ন্যায়ের পরিপন্থী।

এসময় বক্তারা, “কাপ্তাই, মাটিরাঙা ও পানছড়ির সাম্প্রতিক ধর্ষণ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রথাগত বিচার ব্যবস্থার সংস্কার দাবি জানান।”

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা সভাপতি মো. আবুল কালামসহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে পিসিসিপি তিন দফা দাবি রাখে, “ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার, প্রথাগত বিচারের নামে অপরাধ ধামাচাপা বন্ধ,রাষ্ট্রীয় আইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা।”

আরো পড়ুন→সেই রাতে বিজিবির সক্রিয় তৎপরতায় নিয়ন্ত্রণে আসে বলিবাজারের আগুন