থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে স্বাধীনতা ৫৪তম দিবস উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের উপজেলা প্রশাসন, থানচি থানা, প্রেসক্লাব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন→বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবস