নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রোয়াংছড়িতে মুখোশের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি শ্লোগানকে সামনে রেখে রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া উপজেলা শিশুপার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহড়া শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১০ মার্চ ২০২৫) দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবদুল আল মামুন, কৃষি কর্মকর্তা মো. এহশানুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিসের কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদার, আনসার ও ভিডিপি কমান্ডার রফিকুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস আজ। প্রতি বছর ১০ মার্চ দিবসটি উদযাপন করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন দুর্যোগ সহনশীল, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে লক্ষে কাজ করতে হবে। ভৌগোলিকভাবে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ এবং বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও একটি শক্তিশালী ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সময়োপযোগী পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি হ্রাসের ওপর গুরুত্বারোপ করতে হবে।
তিনি তার বক্তব্যে আরো বলেন, প্রতি ৩ মাসে অন্তর এসব মহড়া করা দরকার বলে মনে করেন তিনি। স্টেশন কর্মকর্তার পরিচালনায় অগ্নি নির্বাপক, ভূমিকম্প বিষয়ক মহড়ায় অংশ নেন রোয়াংছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।
আরো পড়ুন→মানসিক ভারসাম্যহীন আশিকুরকে পরিবারের কাছে হস্তান্তর