নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান সদর থানায় কর্মরত নারী পুলিশ কনস্টেবল রুম্পা দাশ(৩০) ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রুম্পা দাশ চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকার বাসিন্দা। তার স্বামী সৌরভ দাশ কনস্টেবল হিসেবে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন বলে জানা যায়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে রুম্পার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীসহ দুই সন্তানকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি। প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা আলাদা রুমে ঘুমাতে যান। পরে তার দুই সন্তান ও স্বামী ঘুমিয়ে পড়লে কোনও একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই নারী কনস্টেবল। পরদিন সকালে স্বামীর ঘুম থেকে উঠে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকে চোখ দিতেই দেখেন রুমের ভিতর রুম্পার দেহ ঝুলে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, গলায় ফাঁস দিয়ে রুম্পা দাশ নামের এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছে। সে বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয় এখনও জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।