নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে দলটির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এসময় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আরিফ উল্লাহ ছোট্ট, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেলের সঞ্চালনায় অনন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ, যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল। ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনহাজ। এছাড়াও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায় গত (০২ ফেব্রুয়ারী ২০২৫ইং) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়। এতে সাবেক সাংসদ বোমাং সার্কেলের ১৫ তম রাজা অংশৈপ্রু চৌধুরীর দ্বিতীয় সন্তান সাচিংপ্রু জেরীকে আহবায়ক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা’কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।
বান্দরবানে দীর্ঘ সাত বছর পর বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্তৃক বান্দরবানে নবগঠিত কমিটি ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মেতে ওঠে। এতে জেরী ও ম্যামাচিং’ গ্রুপ এক সাথে হয়ে দলকে চাঙ্গা করতে কাজ করার সুযোগ তৈরি হবে বলে নেতাকর্মীদের মধ্যে অনেকেই আনন্দ মিছিল উত্তর পথ সভায় বক্তব্যে আশাবাদ ব্যক্ত করছেন।
বিএনপি’র নেতা কর্মীরা জানায়, ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে জেলায় দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। তা উপজেলা পর্যায়ে গড়ায় এই দ্বন্দ্ব। এই অবস্থায় বিগত সাত বছর এই সুযোগ কাজে লাগায় বান্দরবান আওয়ামী লীগ।
এর পর নতুন করে জেলা বিএনপি’র কমিটিতে সাবেক সাংসদ সাচিংপ্রু জেরীকে আহবায়ক, জাবেদ রেজাকে সদস্য সচিব করায় তাঁদের সমর্থিত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দুই গ্রুপে আলাদা আলাদা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন।
আরো পড়ুন→ঘুমধুমে সীমান্ত সড়ক ও স্থল বন্দর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা