ডেস্ক নিউজঃ অবশেষে বহুল সমালোচিত বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচল যাওয়ার পথে অবস্থিতি জেলা পরিষদ কৃতক ইজরা আদায় টোল পয়েন্টি বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই।
এর আগে এই টোল পয়েন্ট নিয়ে পর্যটক সহ দুর্ভোগে দিন পার করতে হয়েছে পুরো বান্দরবানসীর,অতিরিক্ত টোল আদায়, কর্মীদের দূরব্যবহার রজনৈতক ক্ষমতা প্রয়োগ সহ নানান অভিযোগ রয়েছে ওই টোল পয়েন্টের ইজরাদারের বিরুদ্ধে, জানা যায় এক আওয়ামীলিগ নেতা এই আওয়ামীলীগের আমলে বিপল অর্থের মাধ্যমে এই টোল পয়েন্টের ইজরা নিয়ে মানুষ কে হয়রানির মধ্যে ফেলেছে একটি চক্র।
সিদ্ধান্তটি নিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এখন থেকে পর্যটকরা আর হয়রানির শিকার হবেন না এই সড়কে এমনটা জানিয়েছে। পর্যটকরা বেড়াতে গেলে এই সড়কে এতদিন দুটি জায়গায় টোল দিতে হতো। এটি নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। অবশেষে টোল পয়েন্টটি তুলে দেওয়ায় এখন থেকে পর্যটকরা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবে।
আরো পড়ুন→বান্দরবান ৩০০নং আসনের সাবেক সাংসদ বীর বাহাদুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা


