শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে গৃহবধুকে গলাকেটে হত্যা সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরলো কেএনএফ এর অত্যাচারে পালিয়ে যাওয়ার বম পরিবার পার্বত্য জেলা বান্দরবানে ছয় দিনে তিন ধর্ষণ নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে  ১৯ লক্ষ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার প্রধানসহ ১০ জন গ্রেপ্তার সীমান্তে থেমে নেই বিজিবির কঠোর অভিযান,গরুসহ ১১ লক্ষ টাকার পণ্য জব্দে চোরাচালানিরা আতংকে শৈশব থেকে সংগ্রামে বড় হওয়া উথোয়াইয়ই মারমার উদ্যোগে দুর্গম পাহাড়ে স্কুল প্রতিষ্ঠা দুর্গম পাহাড়ের বম জনগোষ্ঠী পেলো সেনাবাহিনীর মানবিক সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে নারীদের আত্মরক্ষায় YDSB এর বিশেষ ওয়ার্কশপের আয়োজন। নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান ১১ টি বার্মিজ গরুসহ ১৯ লক্ষ টাকার বিভিন্ন পণ্য জব্দ
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

সেনাবাহিনীর আয়োজনে আন্ত: পাড়া ফুটবল বিজয়ীদের পুরস্কার বিতরণ

রেমবো ত্রিপুরা
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩২২৪ জন নিউজটি পড়েছেন

থানচি প্রতিনিধিঃ সবুজ আর প্রকৃতির মায়ায় জড়ানো সম্প্রীতির বান্দরবানের সেনা রিজিয়ন এর ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাব জোনে নতুন বছরের সুচনা লগ্নে অনুষ্ঠিত আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ।

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে বাকলাই পাড়া সাবজোন এ আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার সকালে বাকলাই পাড়া সাব জোনে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে ব্যাটেলিয়ন অধিনায়কের পক্ষে বাকলাই পাড়া সাব জোনের সাবজোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে বিজয়ী এবং বিজিত দলকে একটি করে ট্রফি প্রদান করার পাশাপাশি ১৫ হাজার প্রাইজমানি প্রদান করা হয়। প্রতিযোগিতায় দূলাচরণ পাড়া দল চ্যাম্পিয়ন ও কংহ্লাই ম্রো পাড়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে দূলাচরন পাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় রৈংটন মুরং এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন। উল্লেখ্য যে গত ০৫ জানুয়ারি হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাকলাই পাড়া সাব জোনের মোট ১০টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে বাকলাই পাড়া সাব জোনের কর্মরত সামরিক কর্মকর্তাগণসহ জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ সকল ফুটবলপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে। পার্বত্য এলাকার জনগণের শারীরিক সুস্থতা ও খেলাধুলার মান উন্নয়নে এই প্রতিযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আশা করা যায় বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আসা এলাকার সাধারণ জনগণ এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য বান্দরবান সেনা রিজিয়ন এবং ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি বর্তমানের ন্যায় ভবিষ্যতে ও এই ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান।

আরো পড়ুন→মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো সংবাদকর্মীর বাড়িতে: নতুন করে আতঙ্ক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!