ডিসেম্বর মাসের শুরু থেকে হালকা শীত পড়া শুরু হয়েছে সব জায়গায় চট্টগ্রামের বাকি জেলার তুলনায় তিন পার্বত্য জেলায় শীতের তীব্রতা একটু বেশি বললেই চলে,কাপ্তাই লেকের পাড়ের জেলা রাঙ্গামাটিতে পর্যটকের আগমন ও বেড়েছে। পর্যটকরা কোলাহল ফেলে ছুটে আসছেন রাঙ্গাপানীর শহর রাঙ্গামাটিতে।
সোমবার (৯ ডিসেম্বর) শহরের অন্যতম পর্যটন স্পট গুলো ঘুরে দেখা গেছে পর্যটকের সমগম। পরিবার, প্রিয়জন ও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাপ্তাই লেক ঝুলন্ত সেতু,সুবলং ঝরনা, ডিসি বাংলো, পলওয়েল পার্ক, রাজবাড়ি, কাপ্তাই হ্রদ, আসামবস্তি-কাপ্তাই সড়কসহ রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসছেন পর্যটকরা।
কুমিল্লা থেকে আসা পর্যটক সেলিম এই প্রতিবেদককে জানান, ‘ রাঙ্গামাটিতে প্রথম বার এসেছি, এত সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করতে পারবো জানা ছিলনা। ইচ্ছে করছে এই প্রকৃতিতে হারিয়ে যাই,।
স্থানীয় পর্যটক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান,প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এতদিন পর্যটক আসতে পারেনি পর্যটন সংশ্লিষ্টরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আশা করি এই শীতের মৌসুমে পর্যটক ও আসবে আমাদের ক্ষতিও আমরা পুষিয়ে নিতে পারবো।
তিনি আরও জানান, অন্যান্য সময়ের চেয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাঙ্গামাটিতে পর্যটকের চাপ বেশি থাকে। সামনের দিনগুলো পরিস্থিতি স্বাভাবিক থাকলে আরও ব্যাপক সংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে আশা করা যাচ্ছে।
আরো পড়ুন >>>নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত