নিজস্ব প্রতিবেদকঃ যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঢাকা থেকে কক্সবাজার রুটে ‘বিশেষ ট্রেন’ সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তারই পরিপেক্ষিতে (২৫ অক্টোবর) শুক্রবার সকাল ৮টায় বিশেষ ট্রেনটি ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে পৌঁছায়। যেটি চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশনমাস্টার মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. গোলাম রব্বানী বলেন, ‘যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কক্সবাজার রুটে ‘‘বিশেষ ট্রেন’’ চলাচলের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি ঢাকা থেকে রাত ১১টায় ছেড়ে সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছেছে।’
তিনি আরও বলেন, ‘২৪ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ‘‘বিশেষ ট্রেন-২’’ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এটি ঢাকায় পৌঁছাবে রাত ১০টায়।’
একদিন বিরতির পর ২৬ অক্টোবর ‘বিশেষ ট্রেন-১’ রাত ১১ টায় ছেড়ে আসবে যেটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭ টায়। পরদিন ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে বিশেষ ট্রেন-২ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়ে পৌঁছাবে রাত ১০ টায় বলে জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা।