নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনে’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল এরূপ ব্যানারে বান্দরবান জেলা স্বেচ্ছসেবকদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১৩ই আগস্ট) মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলা কার্যালয়ের সামনে বান্দরবান জেলা স্বেচ্ছসেবকদলের আহবায়ক আলী হায়দার বাবলুর নেতৃতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে ইসলামী ব্যাংক বান্দরবান শাখার সামনে হতে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের প্রধান সড়ক দিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলা কার্যালয়ের সামনে অবস্থান করেন দলটির নেতাকর্মীরা।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বক্তব্য রাখেন স্বেচ্ছসেবকদলের আহবায়ক আলী হায়দার বাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক অমিত ভূষণ তঞ্চঙ্গ্যা, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক আশরাফুর রহমান।
উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনে’র সংবাদিক দের দেয়া এক বক্তব্যে “আওয়ামীলিগকে একটি বড় রাজনৈতিক দল বলায় এবং আওয়ামীলীগকে দল গোছাতে বলায়”। সারদেশে সমালোচনার ঝড় উঠে এবং অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনে’র পদত্যাগের দাবি উঠে।

