Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

আরো ১জন কেএনএফ সহযোগীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে

আরাফাত খাঁন
আপডেট : April 10, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এনিয়ে রুমা -থানচিতে ব্যংক ডাকাতি,হামলা ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা মামলায় মোট ৫৪ কেএনএফ সদস্য ও একজন মাহন্দ্রা চাঁদের গাড়ি চালকসহ মোট ৫৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাকে।

আসামি লাল লিয়ান সিয়াম বম (৫৭) রুমা বেথেল পাড়া এলাকার মৃত থন আলহ বমের ছেলে।

আদালত সুত্রে জানাযায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় গতকাল ৯ এপ্রিল রাতে রুমার বেথেল পাড়ায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে গ্রেপ্তারের পর আজ বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলু হক

বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 উল্লেখ্য এর আগে ব্যাংক ডাকাতির ঘটনায় ৫৩ জন কেএনএফ সদস্য ও ডাকাতিতে ব্যবহৃত জীপ গাড়ি চালকসহ মোট ৫৪ জনকে কারাগারে পাঠানোর হয়েছিল।