Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে রুমার পর থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি।

রেমবো ত্রিপুরা
আপডেট : April 3, 2024
Link Copied!

থানচি প্রতিনিধি: বান্দরবানে রুমার পর এবার থানচিতে ব্যাংকে লুটপাটের ঘটনা ঘটিয়েছে কেএনএফ সদস্যরা।

বুধবার (০৩ এপ্রিল) দুপুর ১২:৩০ ঘটিকার দিকে অতর্কিত ভাবে কেএনএফ সদস্যরা সোনালী ও কৃষি ব্যাংকের হামলা লুটপাট চালায়।

জানা যায়, কেএনএফ সদস্যরা ৩টি চাঁদের গাড়ি (খোলা ল্যান্ড ক্রুজার) নিয়ে থানচি বাজার প্বার্শবর্তী এলাকায় অবস্থিত সোনালী ও কৃষি ব্যাংকে এসে অর্তকিত হামলা চালিয়ে ব্যাংকের চলমান লেনদেনের টাকা ও গ্রাহকদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এনিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে অতর্কিত ভাবে কেএনএফ সদস্যরা সোনালী ও কৃষি ব্যাংকের হামলা চালিয়ে সবকিছু বুঝে উঠার আগেই পালিয়ে যায়। এই ঘটনায় তদন্ত চলছে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি।

এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন পাহাড় কণ্ঠ কে জানান, সোনালী ও কৃষি ব্যাংক মিলিয়ে অনুমানিক ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা কেএনএফ সদস্যরা লুটপাট করে নিয়ে গেছে। এই ঘটনায় এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি।