নিজস্ব প্রতিবেদক:বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করেছে পাহাড়ের নতুন বমজনগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন,কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র,মোবাইল,ব্যাংকের ভোল্টের সব টাকাসহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র বাহিনীরা।
অস্ত্রধারীদের হামলায় ইউএনও অফিস ও ব্যাংকের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার ( ২ এপ্রিল) দিনগত রাত আনুমানিক সাড়ে ৮ টায় উপজেলা সদরের সোনালী ব্যাংকে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৮টায় একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাংকটির গ্রীল ভেঙ্গে ব্যাংকের লকারে থাকা টাকা,নিরাপত্তায় ব্যাবহার করা ১৪টি অগ্নিঅস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণে রেখেছে।
রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা স্থানীয়দের বরাত দিয়ে জানান রাত সাড়ে ৮টায় তারাবি নামাজের সময় শতাধিক কেএনএফ সদস্য চতুর্দিকে ঘেরাও করে সবার মোবাইল কেড়ে নিয়ে পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট করে সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ নিজাম উদ্দিন কে অপহরণ করে নিয়ে গেছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.দিদারুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়অস্ত্র ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে ।তবে টাকার পরিমান সঠিক জানাতে পারেননি তিনি।
অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে স্থানীয়রা খুবই আতংকে রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।