Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে বিজিবি’র ইফতার সামগ্রী বিতরণ

রেমবো ত্রিপুরা
আপডেট : April 2, 2024
Link Copied!

থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচিতে ৩৮, বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ন আয়োজনে এলাকার মুসলিম সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) বিকাল ৫:৩০ টার সময় পারিজাত গার্ডেন ক্যাফে প্রাঙ্গণে ৩৮, বিজিবি বলিপাড়া জোন আয়োজনে এলাকার মুসলিম সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ করেন, ৩৮, বিজিবি বলিপাড়া জোন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি, এসি। এসময় জোনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, এলাকার চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।