নিজস্ব প্রতিবেদক: ১মার্চ মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিখ্যাত টি-টুয়েন্টি আসর ইস্পাহানি বিপিএল ২০২৪ এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে হারিয়ে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয়েছে তামিমের দল ফরচুন বরিশাল।
উক্ত ফাইনাল খেলায় টস এ জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বরিশাল। ওপর দিকে ব্যাটিং এ নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে লিটন দাস এর দল কুমিল্লা । কুমিল্লার হয়ে সবোর্চ্চ ৩৫ বলে ৩৮ রান সংগ্র করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৫৪ রানের টার্গেট সামনে রেখে জবাবে ব্যাটিং এ নেমে ১৯ ওভার এ ৬ উইকেট হারিয়ে ১৫৭ সংগ্রহের মাধ্যমে জয়লাভ করে ফরচুন বরিশাল।দলের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৪৬ রান সংগ্রহ করেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইলি মায়ার্স।
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফরচুন বরিশালের অলরাউন্ডার কাইলি মায়ার্স। এবং টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন ফরচুন বরিশালের দলীয় অধিনায়ক তামিম ইকবাল।
গত (১৯ এ জানুয়ারি ২০২৪) এ অনুষ্ঠিত হওয়া ইস্পাহানি বিপিএল ২০২৪ এর আসরের সমাপ্তি ঘটে (১মার্চ ২০২৪)। উক্ত আসরে মোট ৭টি দল অংশগ্রহণ করে । সব দল এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে প্রথম বারের মত বিপিএল এর ট্রফি ঘরে তুলে বরিশাল।