Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নির্মাণাধীন সড়ক দূর্ঘটনায় অপারেটরের মৃত্যু

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : December 13, 2023
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লেমুছড়ি সড়কের সীমান্ত পিলার ৫১ নংএলাকায় নির্মাণ কাজে নোয়োজিত থাকা রোলার মেশিন থেকে পড়ে মো: কামাল হোসেন টিটু (২৫ )নামে একজন অপারেটর মৃত্য হয়েছে।মো: কামাল হোসেন নেত্রকোনা জেলার পৃর্বধলা গ্রামের আবদুল হাসিমের ছেলে।

লেমুছড়ি এলাকার হোসেন জানান,লেমুছড়ি সীমান্ত নির্মাণ কাজে নিয়োজিত থাকা রোলার মেশিন অপারেটর টিটু বুধবার ১৩ ডিসেম্বর বিকেলে রোলার মেশিন থেকে নিচে ইটের রাস্তায় পড়ে বুকে ও মাথায় এবং কোমরে গুরুতর আঘাত পান।
পরে তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আব্দুল মন্নান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের প্রেরন করা হয়েছে।