Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান ২ এপিবিএন এর অভিযানে দেশীয় চোলাই মদসহ একজন আটক

বাবুল খাঁন
আপডেট : December 11, 2023
Link Copied!

বান্দরবান ২ এপিবিএন এর চলমান মাদক বিরোধী অভিযানে অভিযানে অবৈধ চোলাই মদসহ মোহাম্মদ ইলিয়াছ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ ৫৫.৫ (সাড়ে পঞ্চান্ন) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে এক প্রেস রিলিজে মাধ্যমে এসব তথ্য জানান বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ এপিবিএন আলী আহমদ খান।

রোববার রাত ৮টা নাগাদ বান্দরবান হতে কেরানীহাটে অবৈধ চোলায় মদ পাচারের সময় মেঘলা এলাকায়  তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার পদুয়া ইউনিয়নের ফরিয়াদকুল এলাকার মৃত আব্দুল অদুদের ছেলে।

প্রেস রিলিজে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান থেকে কেরানীহাটগামী একটি সিএনজি যোগে একজন মাদক ব্যবসায়ী কেরানীহাটে সাড়ে পঞ্চান্ন লিটার দেশীয় তৈরির চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছে।

এসময় মেঘলাস্থ বান্দরবান জেলা পরিষদ গেইটের সামনে এসআই (নি:) মাইকেল বনিক ও এএসআই (স:) নূর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ কেরানিহাট-বান্দরবান গামী পাকা রাস্তার উপর উক্ত সিএনজিকে থামিয়ে তল্লাশি চালায়।

পরে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াছসহ ৫৫.৫ (সাড়ে পঞ্চান্ন) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণি ক্রমিক ২৪(খ)/৩৮ ধারায় মামলা রুজুকরা হয়েছে জানানো হয়।