Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান কেবি সড়কে বাসে তল্লাশি চালিয়ে ৫০পিস ইয়াবাসহ একজন আটক

Babul Khan
আপডেট : December 1, 2023
Link Copied!

নিজস্ব প্রতিবেদক>>

বান্দরবানে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মোঃ আরমান (২৪) নামে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছেন ২ এপিবিএন । এসময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (০১ ডিসেম্বর)গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ০৪নং সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারস্থ জেলা পরিষদ টোল পয়েন্টে সামনে বান্দরবানগামী পূবালী লোকাল বাসে তল্লাশি চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃত চট্টগ্রাম জেলা লোহাগাড়া ইউনিয়নে ধামীর ঘোনা আধুনগর মোহাম্মদ হারুন ছেলের।

এক প্রেস রিলিজে মাধ্যমে এসব তথ্য জানান বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ এপিবিএন আলী আহমদ খান।
প্রেস রিলিজে জানা যায়, কেরানীহাট হইতে বান্দরবানগামী লোকাল পূবালী বাস যাহা গাড়ী নং- চট্টমেট্রো-ব-০৫-০০৮২ গাড়ীযোগে একজন মাদক ব্যবসায়ী বান্দরবান শহরে মাদক বিক্রয়ের জন্য আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ এপিবিএন আলী আহমদ খান দিক নির্দেশনা, এএসআই মোঃ রবিউল করিম সিকদার সঙ্গীয় একটি টিম নেতৃত্ব দেন। এসময় সন্দেহ হলে সুয়ালক ইউনিয়নের জেলা পরিষদ টোল আদায় চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর যাত্রীবাহী বাস থামিয়ে, বাস তল্লাশি চালিয়ে ৫০পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমানকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে জানানো হয়।