নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান পৌর এলাকা গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ রাসেল (৩২) নামে এক মাদক ব্যবসীয়কে আটক করেছে ২ এপিবিএন। এসময় তার কাছ নিষিদ্ধ লালচে-গোলাপী রংয়ের ২০পিস ইয়াবা জব্দ করা হয়। গতকাল ২৭ নভেম্বর সোমবার মধ্যরাত্রে শহরে যৌথ খামার থেকে তাকে আটক করা হয়। আতটকৃত ব্যক্তির কক্সবাজার জেলা মৃত আব্দুল মন্নাফ ছেলের।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানান বাংলাদেশ পুলিশের ) ২ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)আলী আহমদ খান।
প্রেস রিলিজে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের যৌথ খামার পরিমল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)২ এপিবিএন আলী আহমদ খানের দিক নির্দেশনা এসআই মাইকেল বনিক ও এএসআই মোঃ রবিউল করিম সিকদার সঙ্গীয় একটি টিমের নেতৃত্বে নিষিদ্ধ ২০পিস ইয়াবাসহ এই মাদক কারবারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে জানান।