বাঘাইছড়ি প্রতিনিধি>>
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে অর্ক চাকমা (২২) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুন) বিকেলে বজ্রপাতে বাঘাইছড়ি সারোয়াতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব হিরারচর এলাকায় এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের মিহির চাকার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য অমূল্য চাকমা সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে গরু আনতে যান।
এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায় গ্রম্য ডক্তার মৃত ঘোষণা করেন,পরে সেখান থেকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।