1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  3. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  4. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
অপহৃত চবির ৫ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও ধর্ষণের বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ - paharkantho
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাইক্ষ্যংছড়িতে সবজি ব্যাবসায়ীর লাশ মিললো খালে। নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ঘুমধুমে যুব সমাজের উদ্যোগে রাস্তা মেরামত ঘুমধুম খাল থেকে অজ্ঞাত যুবকের পঁচনধরা মরদেহ উদ্ধার বান্দরবানের থানচি-রুমা পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার রুমায় কৃষকের বসত বাড়িতে আগুন, সব পুড়ে ছাই বান্দরবানে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা আটক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবকদল সদস্যসচিব আশরাফুল ফরহাদ-কে অব্যহতি সেনাবাহিনীর সহায়তায় ২ বছর পর ঘরে ফিরল বম পরিবার থানচিতে খেয়াং নারীর মৃত্যুকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

অপহৃত চবির ৫ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও ধর্ষণের বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৬২৪ জন নিউজটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও রাঙ্গামাটির কাউখালীতে পাহাড়ি নারী ধর্ষণের অভিযোগের বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান পাহাড়ী ছাত্র সমাজ।

 

রবিবার (২০ এপ্রিল) বেলা ৩ টায় বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী ম্যালকম ম্রো বলেন আমরা আর কোন সংঘাত চাইনা, কোন মায়ের কোল খালী হোক আমরা তা আর চাই না, সে হোক পাহাড়ী হোক সে বাঙালী, হোক সমতলের হোক সে পাহাড়ের, হোক ফিলিস্তিন হোক পাহাড়, যেখানে অন্যায়, নিপীড়ন হবে সেখানেই সোচ্চার হয়ে প্রতিবাদ হবে বলে মন্তব্য করেন।

অবিলম্বে অপহৃত পাঁচ শিক্ষার্থীর দ্রুত মুক্তি দাবী করে তিনি আরো বলেন। গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অপহৃত শিক্ষার্থীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, অলড্রিন ত্রিপুরা, দিব্যি চাকমা, রিশন চাকমা ও লংঙি ম্রো। এ ঘটনায় বিভিন্ন মহল পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ী করছে ।অপহরণের আজ ৪ দিন পেরিয়ে গেলেও অপহৃতদের কোন হদিস পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে অদ্যবধি দৃশ্যমান কোন কার্যকরী পদক্ষেপ পরীলক্ষিত হচ্ছে না বলে জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।

 

গত ২৫ মার্চ থেকে ১৩ এপ্রিল রাঙ্গামাটি কাউখালীর বড়ড়লু গ্রামে মো.ফাহিম (২৫) পাহাড়ি এক নারীকে নিজ বাসায় আটকে রেখে অমানষিক শারিরীক নির্যাতন, ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তর করে বলে অভিযোগ উঠেছে। আরো অভিযোগ উঠে ১৭ এপ্রিল ভিকটিম কোনমতে পালিয়ে আসতে সক্ষম হলে কাউখালী থানায় এনিয়ে মামলা করেন ভূক্তভোগী। মামলার ৩ দিন পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেননি প্রশাসন।

 

অপরদিকে অপহৃত শিক্ষার্থীদের পরিবার ও তাদের সহপাঠীরা চরম উৎকণ্ঠায় দিন পার করছে। রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীদের অপহরণ ও দীর্ঘদিন আটক রাখার এমন হীন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি রাঙ্গামাটির ধর্ষণের অভিযুক্তকে গ্রফতারের দাবি জানানো হয়।

 

পাশাপাশি, অবিলম্বে খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্তে ও সুস্থ শরীরে মুক্তি, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ গ্রহণ, অপহরণের সাথে যুক্ত সবাইকে গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনা, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. ফাহিম ও তার সহযোগীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশ নারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫টি দাবি জানানো হয় এই সমাবেশে।

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী বিটন তঞ্চঙ্গ্যা, চবি শিক্ষার্থী ম্যালকম ম্রো, সাধারণ শিক্ষার্থী উলিচিং মারমা, এডিসন চাকমা, তনয়া ম্রো, উসিং ম্যা মারমা, অংশৈসিং মারমা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সহসভাপতি জন ত্রিপুরা, এসময় বান্দরবান পাহাড়ী ছাত্র সমাজের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবানে জলকেলি উৎসবে আরাকান আর্মি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a