ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। তারই জের ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি জানালেন, ইজরায়েল সীমান্তে ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর এই কারণে যুক্তরাষ্ট্র আলোচনার ব্যাপারে এত তাড়াহুড়ো করছে।
ইরানের বিচার বিভগের শীর্ষ পর্যয়ের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এক বৈঠক করেন লারিজানি। সেখানেই এমন মন্তব্য করেন আয়াতুল্লাহ।
এ সময় তিনি বলেন, ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আগের বছরগুলোর চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে, ইরানের কর্মকর্তারা তাকে আমন্ত্রণ জানাতে বাধ্য হবেন। ট্রাম্পের এমন মন্তব্যকে আয়াতুল্লাহ সাদেক লারিজানি “গভীর কল্পনাবিলাস” বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন। তার আগে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালানোর দুঃসাহস দেখালে ইরানের প্রতিক্রিয়া হবে কঠোর যা আগে কখনও যুক্তরাষ্ট্র দেখেনি। তিনি সিংহের লেজ নিয়ে খেলা না করারও পরামর্শ দেন যুক্তরাষ্ট্রকে।