বান্দরবানের লামায় ফাইতং ব্রিকফিল্ডের ইট বহনকারী ট্রাক ও স্কুল ছাত্ররের বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে। ফাইতং উচ্চ বিদ্যালয় ৮ ম শ্রেণি ও ৬ ষষ্ঠ শ্রেণির ছাত্র স্কুল ছুটি পরে বাড়ি যাওয়ার পথে ফাইতং সড়কের মোস্তফা বাড়ির সামনে বেপরোয়া গতিতে আসা একটি ইট বহনকারী ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি হয়। সোমবার (১১ এপ্রিল ২২ইং) দুপুর ১ টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় আহত ছাত্রদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হয়।
আহত ছাত্ররা হলেন, ফাইতং ৬নং ওয়ার্ড নয়াপাড়া মৃত্যু মো.জসিম উদ্দিন ছেলে হাবীব উল্লাহ (১৪) এবং মনজুর আলমের ছেলে মাছুম বিল্লাহ (১২) একজনের,পা গুরুত্ব জখম আরেক জনের মাথা,চোখ, বুক ও পিঠে প্রচন্ড আঘাত পায়। প্রচুর রক্তক্ষরন হয়েছে তারা।
স্থানীয় কয়েকজন জানান, ইট বহনকারী ট্রাক গাড়ি ড্রাইভার নুর মোহাম্মদ (১৬) নামে এর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়। তিনি আরো বলেন, অনুমান করছি তার গাড়ি গতি ঘন্টায় ৭০ কিলোমিটারের উপরে ছিল।
এই বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, বিদ্যালয় কাজে বোর্ডে আছি ছাত্রদের দুর্ঘটনা খবর পেয়ে বিদ্যালয় শিক্ষক ও ম্যানেজিং কমিটি সভাপতি সহ আহত ছাত্রদের নিয়ে চকরিয়া জমজম হাসপাতাল প্রাথমিক চিকিৎসায় জন্য যেতে বলি আহত ছাত্রদের বিদ্যালয় পক্ষ থেকে চিকিৎসায় খরচ ব্যাবস্থা করা হবে।
এই বিষয়ে লামায় ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ দীনেশচন্দ্র দাশ বলেন, দুর্ঘটনা স্কুল কতৃপক্ষ বা অন্য কেউ খবর জানায়নি এখনো।
এই বিষয় ফাইতং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি শেখ এইচ এম আহসান উল্লাহ জানান, স্কুল ছাত্র দুর্ঘটনা খবর পাওয়ার মাত্র আহতদের নিয়ে চকরিয়া জমজম হাসপাতাল নিয়ে যায়, ৬ ষষ্ঠ শ্রেণি ছাত্র গুরুত্ব আহত এখন পায়ের অপারেশন হবে। দুর্ঘটনা ইট বহনকারী ট্রাক গাড়ি বিদ্যালয়ের হেফাজতে আছে এবং গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।।