নিজস্ব প্রতিবেদকঃনাইক্ষ্যংছড়িতে একদিনের সফরে আসছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।তিনি উদ্বোধন করবেন ডজনাধিক প্রকল্প। বিশেষ করে বিদ্যুতের আলো জ্বালাবেন ২০ হাজার ঘরে । বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
তিনি বলেন,পার্বত্য মন্ত্রী শনিবার সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি রেষ্টহাউজ পৌঁছবেন বলে কথা রয়েছে। এর পরপর তিনি মাস্ক বিতরণ করবেন। একই মঞ্চে তিনি প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই এমব্রয়ডারি মেশিন বিতরণ করবেন।
বেলা ১১ টায় সীমান্ত জনপদ দৌছড়ি ইউনিয়নের অন্ধকার গৃহে বৈদ্যুতিক প্রকল্প এর উদ্বোধন করবেন।তিনি আরো বলেন এছাড়া তিনি এলজিইডি, পাউবো ও পাজেক এর তত্বাবধানে ৮ টি প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।বিকেলে তিনি নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেকে নির্মিত রেষ্টুরেন্ট উদ্বোধন করবেন।বিকেল সাড়ে ৩ টায় তিনি নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলাচেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক শফিউল্লাহ বলেন,বর্তমান সরকার নাইক্ষ্যংছড়ি’র আনাচেকানাচে,শিক্ষা,যোগাযোগ,চিকিৎসা,মসজিদ-মন্দির ও সার্বিক উন্নয়নে হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। যার হাত ধরে এসব হচ্ছে তিনি আমাদের বান্দরবান তথা তিন পার্বত্য জেলার মন্ত্রী বীর বাহাদুর।আর তিনিই শনিবার উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে এক মাত্র অন্ধকার দৌছড়ি ইউনিয়নকে বিদ্যুতাযনের মাধ্যমে আলোকিত করবেন।