বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ড বালাঘাটা এলাকায় পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বান্দরবান–৩০০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ১নং ওয়ার্ডের পশ্চিম বালাঘাটা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা হয় যা বলাঘাটা বাজারে এসে সম্পন্ন হয়। এসময় ১নং ওয়ার্ডের সকল প্রকারের ব্যবসায়ী পথচারীসহ স্থানীয়দের কাছে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর জন্য ভোট চাওয়া হয় এবং ধানের শীষের ব্যাপক প্রচারণা চালানো হয়।

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ মোরশেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল, পৌর শ্রমিকদল নেতা মোস্তাক আহম্মদ,পৌর যুবদল নেতা নজরুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবকদল নেতা জয়সীম তনচংগ্যা, মোঃ সুমন। ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহব্বায়ক মোঃ নাঈম, সদস্যসচিব মোজাম্মেল হক রানা, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ খোরশেদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ তহীদ,জহির আলম, মোঃ বাবু, মোঃ সাব্বির প্রমুখ।

উল্লেখ্য “আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন-কে সামনে রেখে সারাদেশের ন্যায় বান্দরবান–৩০০ আসনেও প্রতীক বরাদ্দ পেয়ে পুরো দমে ছুটছেন প্রার্থীরা। তেমনই বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী প্রান্তিক জনপদের জনগোষ্ঠীর নানান সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে ছুটে চলেছেন ভোটারদের মাঝে। তিনি ইতি মধ্যে জেলার দুই দুর্গম উপজেলা থানচি ও রোয়াংছড়িতে গণসংযোগ ও পথ সভা করেছেন। ওপর দিকে ধানের শীষ–কে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পুরো দমে লড়ে যাচ্ছেন জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির নির্দেশনায় ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে।
আরো পড়ুন→বান্দরবানে বিএনপি নেতার নেতৃতে অবৈধ কাঠ পাচারের অভিযোগ


