বান্দরবানে প্রবারণা পূর্ণিমা (মাহা ওয়াগ্যই) উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের খৈয়া পাড়া মাঠে খৈয়া পাড়াবাসীর উদ্যোগে এ টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী কে এ মং।
টুর্নামেন্টে মোট ২২টি ফুটবল দল অংশগ্রহণ করে। পুরো আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা। মাঠের চারপাশজুড়ে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাহাড়ি গ্রামের প্রাণবন্ত এই খেলাকে ঘিরে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শকের আগমনে জমে ওঠে পুরো আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং বলেন, আমরা বান্দরবান পার্বত্য জেলায় পাড়া কারবারি এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে এমন সুন্দর আয়োজন প্রশংসনীয় বটেই। আমি এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই পাড়ার কারবারিসহ সংশ্লিষ্ট সকলকেই।
ফাইনাল খেলায় পুরাতন চড়ুই পাড়া ফুটবল টিম বনাম রেইচা লএম্বাঘোনা ফুটবল টিম মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রেইচা লম্বাঘোনা ফুটবল টিমকে ২-০ গোলে পরাজিত করে পুরাতন চড়ুই পাড়া ফুটবল টিম চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খৈয়া পাড়ার কারবারি সুকুমার তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবিরাম তঞ্চঙ্গ্যা সাবেক অর্থ সম্পাদক বান্দরবান সদর বিএনলি উচ্ছ মং মারমা সাধারণ সম্পাদক বাংলাদেশ অধিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখা আরো উপস্থিত ছিলেন প্রকৃতি বড়ুয়া আব্দুল মান্নান প্রমুখ। শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অথিতি কে এস মং।


