নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতির সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন শুরু হয়।
নাইক্ষ্যংছড়ির স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী,নাইক্ষ্যংছড়ি থানা’র নবাগত অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বাতেন মৃধা,নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি অফিসার এনামুল হক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব ইলাহীসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন দপ্তর সামাজিক সংগঠন।
আরো পড়ুন→বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবসে এনসিপি ও যুবশক্তির গভীর শ্রদ্ধাঞ্জলি


