Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমায় দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

চনুমং মারমা
আপডেট : December 12, 2025
Link Copied!

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় “নিজ থেকে শুরু, পরিচ্ছন্ন লক্ষ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও রক্তগ্রুপ সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকালে রুমা সদর ইউনিয়ন প্রাঙ্গণে আলোচনা সভা এবং রুমা বাজারের প্রধান প্রধান সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

স্বেচ্ছাসেবীরা বাজারের বিভিন্ন সড়ক, জনবহুল স্থান ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ করেন। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

পরবর্তীতে রুমা সদর ইউনিয়ন প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের সভাপতি ভানত্লির বম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার পিএসসি। তিনি বলেন—“পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে জনসচেতনতা সবচেয়ে জরুরি। যুব সমাজ এগিয়ে এলে রুমাকে একটি মডেল পরিচ্ছন্ন উপজেলার রূপ দেওয়া সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাফুজুর রহমান পিএসসি, রুমা থানার অফিসার ইনচার্জ মানস কুমার বড়ুয়া, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, রেমাইক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম, হেডম্যান লাল লিয়ান সম সাইলুক (পলিয়ান) প্রমুখ। এছাড়াও শতাধিক যুবক-যুবতী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং রক্তের গ্রুপ সংগ্রহের মাধ্যমে জরুরি রক্ত সহায়তার নেটওয়ার্ক তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার আরও বলেন—“নিজস্ব উদ্যোগে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা সত্যিই প্রশংসনীয়। যদি প্রতিটি গ্রামে এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করা হয়, তবে দ্রুতই রুমা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।”

তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও প্রশংসা জানান। দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে রুমা জুড়ে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সহযোগিতামূলক।

আরো পড়ুন→ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ