Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

ক্রীড়াকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি—লুৎফুর রহমান উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : October 21, 2025
Link Copied!

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে ইসলামপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বর্ণিল আয়োজনে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সোমবার (২০ অক্টোবর) বান্দরবান অফিসার্স ক্লাব মাঠে জমজমাট কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ক্রীড়া সাংবাদিক ও বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম-এর সদস্য সচিব লুৎফুর রহমান (উজ্জ্বল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব-এর নির্বাহী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশন-এর বান্দরবান জেলা প্রতিনিধি কৌশিক দাশ, সাংবাদিক বাসুদেব বিশ্বাসসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,“ক্রীড়ার উন্নয়নে সকলকে আন্তরিক হতে হবে। কারণ খেলাধুলা যুবসমাজকে সুস্থ, কর্মঠ ও সুশৃঙ্খল করে তোলে। সরকার, ক্রীড়া সংস্থা ও জনসাধারণ—সবার সম্মিলিত উদ্যোগই পারে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে। সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলার জন্য খেলাধুলা অপরিহার্য। যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনও বিকল্প নেই।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জয় বড়ুয়া বাপ্পী। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর খেলায় কাশেম পাড়া স্পোর্টিং ক্লাবকে ৬–৪ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় তাকরিম একাদশ। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে।

ইসলামপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় সহযোগিতা করছে সেচ্ছাসেবী সংগঠন আনন্দ ফাউন্ডেশন। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়াও প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়দের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

খেলার মাঠে দর্শকদের উৎসাহ ও করতালিতে মুখর ছিল গোটা স্টেডিয়াম। ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন—এমন উদ্যোগ যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।