Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা জামায়াতের আমির

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : September 29, 2025
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার জমায়াতের আমির এস এম আব্দুস সালাম আজাদ দুর্গা পূজা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি শ্রী শ্রী হরি মন্দিরে পরিদর্শন করেন।

রবিবার (২৮সেপ্টেম্বর) তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বিভাজন প্রতিহত করে সম্প্রীতির বার্তা প্রদান করেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান।

এসময়ে জামায়াতের জেলা আমির এস এম আব্দুস সালাম আজাদ বলেন, আমরা সবাই একসাথে এই দেশকে ভালোবাসি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকবো। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”তিনি আরও বলেন,

আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি পাশাপাশি থাকি,এটা বিশ্বের কোথায়ও নেই।

হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পরে লেগেছে সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি বিনিষ্ট করতে না পারে।এ সময় জামায়াত নেতারা দেশের পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বাড়িঘর, মন্দির গির্জাসহ বিভিন্ন উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন,

এই দেশ আপনাদের আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ ক্ষেত্রে হিন্দু সমাজের ভূমিকা অপরিসীম।

এসময়ে আরও উপষ্ঠিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের জেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমেদ, উপজেলা জামায়াতের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুতাহেরুল হক, সাবেক সেক্রটারি ও সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি জাকের আহমদ,সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর,বাইশারী জামায়াতের আমীর মোহাম্মদ সলিম উল্লাহ,উপজেলার শিবির সভাপতি হাফেজ এরশাদ উল্লাহসহ সাংবাদিক প্রতিনিধি ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দরা অংশ নেন।

আরো পড়ুন→বান্দরবানে রাবার বাগানে দিনমজুরের মৃত্যু