Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে রাবার চোরদের প্রতিরোধে মালিক সমিতির সাংবাদিক সম্মেলন

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : September 28, 2025
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার চুরি রোধে উদ্ভূত পরিস্থিতি ও করণীয় বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছেন বাইশারী রাবার মালিক সমিতির সদস্যরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাইশারী বাজারস্থ  রাবার মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সভাপতি মোঃ রফিক বসরী।  তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন রাবার বাগান থেকে বারবার চুরির ঘটনা ঘটছে। এতে মালিকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তিনি আরও জানান, এই বাইশারী একটি শিল্প এলাকা। এই ভাবে চুরি ডাকাতি শুরু হলে এই শিল্পকে বাচানাে যাবেনা।  রাবার বাগানে হাজারো শ্রমিক কাজ করে। সরকার প্রতিমাসে পাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। এভাবে প্রতি নিয়ত রাবার চুরি হলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিবে। তাই সকলে মিলে চোরদের অত্যাচার থেকে রক্ষা পেতে প্রতিরোধ ব্যবস্থা  গড়ে তুলতে হবে। রাবার চুরি প্রতিরোধে সমিতি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে এবং শিগগিরই যৌথভাবে নিরাপত্তামূলক উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি মালিকদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। সমিতির সাধারন সম্পাদক  জসিম উদ্দীন  বলেন, রাবার চোরের কারনে রাবার শিল্প নগরি বাইশারী এখন  হুমকির মুখে। চোর ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সমিতির সকল সদস্যদের সজাগ থাকার আহবান জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি আবদুল  করিম বান্ডু, সাধারন সম্পাদক আবুল কালাম, জামায়াতে ইসলামীর আমির মোঃ ছলিম, সাধারন সম্পাদক মাওলানা আহসান, রাবার মালিক সমিতি সদস্য মোঃ আল আমিন সহ  অন্যান্য সদস্য ও  সাংবাদিক বৃন্দ।

আরো পড়ুন→পুলিশের ধরাছোঁয়ার বাইরে দাগী ডাকাত রহমত উল্লাহ