Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

একই দিনে রামু ও নাইক্ষ্যংছড়িতে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে ১ লক্ষ ৫০ হাজার ইয়াবাসহ আটক-২

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : September 2, 2025
Link Copied!

নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি টু রামুর পাঞ্জেগানা সড়কে রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ১ লক্ষ ৩০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশ।

২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে রামু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছেনের নেতৃত্বে ওসি তদন্ত ফরিদ উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া এলাকার নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা-সোনাইছড়ি সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা কালে এ-সব ইয়াবা ও একটি কালো রংয়ের জিক্সার মোটর সাইকেল সহ আবু তাহেরকে আটক করেন। সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে বলে জানা গেছে।

 

রামু থানার ওসি তদন্ত ফরিদ উদ্দিন ইয়াবাসহ আটকের বিষয়টি প্রতিবেদক কে নিশ্চিত করে বলেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে একই দিন বেলা ১১টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজুখাল চেকপোষ্টের একটি নিয়মিত তল্লাশী দল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী ১টি মোটর সাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবাসহ ১ জন কে আটক করেন। আটককৃত ব্যাক্তি টেকনাফ উপজেলা পুরান পল্লান পাড়া মাইনুল স্কুল রোড এলাকার জহির আহমেদের ছেলে, আটকের বিষিয়ে নিশ্চিত করেন লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি অধিনায়ক কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

আরো পড়ুন→বেহাল দশা রুমা উপজেলার বেথেল পাড়া-মুননোয়াম পাড়া সড়ক, দুর্ভোগে ৩০ গ্রামের ১০ হাজার মানুষ