1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবানে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত - paharkantho
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
রোয়াংছড়িতে ইজিবাইক চালক হত্যার রহস্য উদঘাটন বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্যোগ আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর বান্দরবানে এনসিপি প্রধান সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজি-অর্থ আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে একসাথে কাজের আহ্বান হাইকমিশনার প্রণয় ভার্মার বান্দরবানে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে পাহাড়কণ্ঠের বর্ষপূর্তি পালিত মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রুমায় টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধে মাঠে নেমেছে জেলা পরিষদ বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধের দাবি বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা, মুমূর্ষ অবস্থায় উদ্ধার
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবানে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত

আরাফাত খাঁন
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩২২৪ জন নিউজটি পড়েছেন

পাহাড়ি জনপদের শান্ত নীল আকাশ ও সবুজ প্রান্তরের বুকে আবারও প্রতিধ্বনিত হচ্ছে ক্রীড়ার উৎসবের সুর। কয়েকদিনের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর অবশেষে পৌছে গেছে প্রতীক্ষিত মুহূর্ত—রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল। 

জমকালো আয়োজনে সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩:৩০ মিনিটে বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই অনুপ্রেরণামূলক মূলমন্ত্রের আলোকিত পথে শুরু হওয়া এই টুর্নামেন্ট পাহাড়ি জনপদের খেলাধুলার ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করেছে। শৃঙ্খলা, দলবদ্ধ চেতনা ও খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, উদ্যম ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম. এম. ইয়াসিন আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান সেনার জোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাহমুদা সুলতানা খান হীরামনি, উপজেলা নির্বাহী অফিসার, রোয়াংছড়ি উপজেলা। জনাব নুরুন্নবী ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি), রোয়াংছড়ি উপজেলা। জনাব এম. সাকের আহমেদ, অফিসার ইনচার্জ, রোয়াংছড়ি থানা। জনাব জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং, অধ্যক রোয়াংছড়ি কলেজ। জনাব দেলোয়ার আহ্মদ, মেম্বার, রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন, “আজকের আন্তঃউপজেলা ভিত্তিক রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উদযাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পার্বত্য অঞ্চলে আমাদের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত, উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা কেবল শারীরিক দক্ষতা বৃদ্ধি করে না; এটি যুবসমাজের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দলবদ্ধ চেতনা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। আমি অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে উৎসাহিত করতে চাই—প্রতিটি খেলায় নিষ্ঠা ও উদ্যম বজায় রাখুন এবং দলের প্রতি সম্মান প্রদর্শন করুন। আশা করি এই টুর্নামেন্ট পার্বত্য অঞ্চলে ক্রীড়া চর্চা ও সামাজিক ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেনাবাহিনী এ ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড ও ক্রীড়া প্রেমীদের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।”

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি তাদেরকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধান, উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং জনপ্রতিনিধিদের আন্তরিক সমর্থনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট পাহাড়ি জনপদের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছে।

বান্দরবানের প্রতিটি দুর্গম পাহাড়ের পারা থেকে উঠে আসা প্রতিভাবান ফুটবলাররাই আজকের ফাইনালের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ক্রীড়াপ্রেমীদের বিশ্বাস, এই ফাইনাল কেবল একটি খেলার প্রতিযোগিতা নয়—এটি তরুণ প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা এবং ঐক্যের প্রতীক হয়ে থাকবে।

উল্লেখ্য, ফাইনাল খেলাকে কেন্দ্র করে রোয়াংছড়ি ও পার্শ্ববর্তী এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত বাছাইপর্বে সেরা প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করছে, যা পরিণত হবে নৈপুণ্য, দলবদ্ধ চেতনা এবং খেলাধুলার সৌন্দর্যের এক অসাধারণ প্রদর্শনীতে। এ মহাযজ্ঞের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম. এম. ইয়াসিন আজিজ। তিনি শুধু খেলাধুলার উন্নয়নই নয়, এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও মানবিক কল্যাণেও অবিচল ভূমিকা রেখে চলেছেন। তিনি যেন এক মানবতার ফেরিওলা।

আরো পড়ুন→পাহাড়ে বিগত সরকারগুলোর সময়ে কত জমি অবৈধভাবে দখল করা হলো, তালিকা প্রকাশ করা হোক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

call now: 01872-699800

© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a