নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে নাইক্ষ্যংছড়ি বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন নাইক্ষ্যংছড়ি।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে পরিচালিত এ অভিযানে এক দোকানিকে পলিথিন ব্যবহার ও সংরক্ষণের দায়ে ২,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নিষিদ্ধ পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাঁরা ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন।
উল্লেখ্য, পলিথিন দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। মাটি ও জলাশয়ে পলিথিনের উপস্থিতি জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সরকার বহু আগে থেকেই পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা শুরু


