Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে নাইক্ষ্যংছড়ি বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন নাইক্ষ্যংছড়ি।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে পরিচালিত এ অভিযানে এক দোকানিকে পলিথিন ব্যবহার ও সংরক্ষণের দায়ে ২,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নিষিদ্ধ পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাঁরা ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন।

উল্লেখ্য, পলিথিন দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। মাটি ও জলাশয়ে পলিথিনের উপস্থিতি জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সরকার বহু আগে থেকেই পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা শুরু