Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

রেমবো ত্রিপুরা
আপডেট : January 23, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে মংগক হেডম্যান পাড়া সংলগ্ন ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করার অপরাধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড অন্তর্ভুক্ত মংগক হেডম্যান পাড়া সংলগ্ন এসবিএম ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ এর ৬ ও ১৬ ধারায় অবৈধভাবে এসবিএম নামক ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন করার অপরাধে ইট ভাটা পরিচালনাকারী মোঃ রিদুওয়ান (৪০) কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে ফিল্ডের বানানো কাঁচা ইট অনুমানিক দশ হাজার ইট ফায়ার সার্ভিস কর্তৃক পানি দিয়ে ধ্বংস করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান, সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, থানচি রেঞ্জ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম টগর, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরলো পালিয়ে যাওয়া দশ বম পরিবার