Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

২ নং কুহালং ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে সম্প্রতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আয়জিত

আরাফাত খাঁন
আপডেট : January 21, 2025
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ জেলা সদরের ২ নং কুহালং ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত সম্প্রতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি রাজপুত্র সাশৈ প্রু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবর রশিদ সাবেক সাধারণ সম্পাদক বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান অথিতিকে সংবর্ধনা প্রদান কালে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড উজিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং কুহালং ইউনিয়ন যুবসমাজের উদ্যেগে সম্প্রতি ফুটবল টুর্নামেন্টের আয়জন করা হয়। উক্ত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইমরান তালুকদার।

সম্প্রতির টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহণ করেছে বলে জানা যায়। আজকের উদ্বোধনী খেলায় কেয়ামলং পাড়া একাদশ বনাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি পরিষদ একাদশ মোকাবেলা করে। খেলায় কেয়ামলং পাড়া একাদশকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে শহীদ জিয়াউর রহমান স্মৃতি পরিষদ একাদশ। আজকের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হোন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি পরিষদ একাদশের নয়ন মারমা।

উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংঘটনের নেতাকর্মী,জনপ্রতিনিধি,সাংবাদিক এবং পাড়াবাসী।

আরো পড়ুন→বান্দরবনের সীমান্তিক এলাকায় অভিযানে ২৭ বিদেশী গরু জব্দ