নিজস্ব প্রতিবেদকঃ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার শহরের কলাতলী এলাকার মরিয়ম রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
অমিত বড়ুয়া (৩৪) নামের সেই পর্যটক চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা এলাকার রাজবিহারী বড়ুয়ার ছেলে বলে জানা যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলে ৮ অক্টোবর বেলা ১১টায় অমিত বড়ুয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছে ওই রিসোর্টের ১০৮ নম্বর কক্ষে ওঠেন। শুক্র বার (১১অক্টোবর) বেলা ১১টার দিকে হোটেল কক্ষ ছাড়ার কথা অমিত বড়ুয়ার। হোটেল কর্মচারীরা দুপুর ১২টার দিকে ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করেও অমিত বড়ুয়ার সাড়া পাননি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপর পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পর্যটক আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।


