Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

ঝিড়িতেই পড়ে ছিল গলিত মরদেহ…..

আরাফাত খাঁন
আপডেট : August 15, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপরে বান্দরবান পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড ৩নম্বর থানছি বাস-স্টেশন মারমা শ্বশানের পাশে ম্যাকছি ঝিড়িতে এ একটি অজ্ঞাত মরদেহ দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারমা শ্বশানের পেছনে ম্যাকছি ঝিড়িতে লুঙ্গী পড়া মাথা ও হাত বিহীন গলিত মরদেহ দেখতে পায়। যার দেহ পঁচে গেলেও শুধুমাত্র পা বুঝা যাচ্ছে।পরে স্থানীয় পুলিশকে খবর দেয়া হয়।

বান্দরবান পৌরসভার ৭নম্বর ওয়ার্ড শেরে বাংলা নগর এলাকার বাসিন্দা মোঃ জালাল (৮৪) তিনি ৩৩বছর ধরে বান্দরবান মারমা কেন্দ্রীয় শ্বশানের কেয়ার টেকার হিসেবে কাজ করেন। তিনি জানান দুপুর দেড়টার দিকে হঠাৎ উৎসুক লোকজন দলবেঁধে শ্বশানের ভিতরে প্রবেশ করলে তাদের কাছে শুনেন শ্বশানের পাশে ম্যাকছি খালে লাশ পাওয়া গেছে।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ যাচ্ছে।উদ্ধার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।