নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রোববার ( ১১ ই আগষ্ট) দুপুর ২ টায় প্রেসক্লাব হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব।
প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলের পরিচালনায় আহবায়ক আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমেদ।
তিনি বলেন প্রেসক্লাবে বিভিন্ন মতাদর্শের লোক থাকতে পারে তবে কলম চলবে নিরেপেক্ষ। প্রেসক্লাব থাকবে নিরপেক্ষ এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত নিরেপেক্ষ কলম।
সেটি প্রয়োজনে আমার বেলায় হউক। তবে যার বিরুদ্ধে লিখবেন তাকে আত্বপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তিনি বৈষম্য বিরুধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্বা ও রুহের মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি আবুল বশর নয়ন, সাবেক সাধারণ সম্পাদক, মাহমুদুল হক বাহাদুর, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা সাবেক সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সদস্য জয়নাল আবদ্দিন টুক্কু, মো: আব্দুর রশিদ, মো: ইউনুছ, হাফিজুর রহমান, তৈয়ব উল্লাহ মুফিজুর রহমান, আবুল শমা প্রমুখ।
এছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সকল সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব কতৃক আয়োজিত বৈষম্য বিরুধী আন্দোলনের আহত ও নিহত শহীদদের স্বরনে মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলী মদন জামে মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন। তিনি শহীদদের পাশাপাশি দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ প্রার্থনা করেন।