দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৪শে এপ্রিল) সন্ধ্যায় দেশের নেত্রকোনা, জামালপুর ও সিলেটে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে, শনিবার থেকে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেন।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০শে মে বুধবার পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব।
এদিকে, চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার এশার নামাজের পর আদায় করা হবে তারাবি নামাজ। তবে, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় এবার তারাবি নামাজে বিধি নিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়। মুসল্লিদের এবার নিজ নিজ বাসায় তারাবি নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারাবি আদায় হওয়া প্রতিটি মসজিদে দুইজন হাফেজসহ মোট ১২ জন নিয়মিত তারাবি নামাজে অংশ নিতে পারবেন। এ সময়, বাইরের কোনো মুসল্লি তারাবি জামাতে অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে শুক্রবার প্রথম রোজা পালিত হয়েছে।