২৬শে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে,বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শনিবার (২৬ শে মার্চ) সকাল ৮ টায় উচ্চ বিদ্যালয় জাতীয় পতকা উত্তোলন ও আলোচনা সভা র্যালি, মহান স্বাধীনতা দিবসের ফাইতং উচ্চ বিদ্যালয় শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। এরপর একে একে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই আলোচনা সভা ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ আহবায়ক কমিটি আহবায়ক মোঃ জালাল উদ্দীন কোম্পানি সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে আওয়ামিলীগ সদস্য সচিব ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, পুলিশ ফাঁড়ি ইনচার্জ দীনেশচন্দ্র দাশ, সদস্য শেখ এইচ এম আহসান উল্লাহ, সদস্য বেলাল উদ্দিন বিপ্লব, সদস্য নাজেম উদ্দিন,কৃষকলীগের সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর),যুবলীগের সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা,ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয় সহ ইউনিয়ন আওয়ামিলীগ নেতৃত্বে এবং ইউপি সদস্য,বিদ্যালয় শিক্ষক ছাত্র/ছাত্রী ও স্থানীয় সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথি বক্তব্য বলেন,বীর শহীদদের স্মরণে ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ নানা কর্মসূচির আয়োজন করে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান সবাই। এ ছাড়া লামা বান্দরবান সহ সারাদেশে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বীর শহীদদের প্রতি।