মোহাম্মদ আজিজ উল্লাহঃবান্দরবানে আগত পর্যটকদের স্বার্থে হোটেল হিলভিউ কর্তৃপক্ষ মাসব্যপী আয়োজন করেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় হিলভিউ কনভেনশন সেন্টারে বান্দরবানের স্থানীয় উপজাতীয় শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়।আজ থেকে মাসব্যপী প্রতিদিন সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা পযর্ন্ত উপজাতীয় শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান চলবে।বান্দরবানে আগত সকল পর্যটক বিনামূল্যে প্রতিদিন উপভোগ করতে পারবে এই অনুষ্ঠান।
হোটেল হিলভিউ এর সত্বাধিকারী কাজল কান্তি দাশ বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে বান্দরবানে পর্যটকদের আগমন বেশি হয়। আগত পর্যটকদের বিনোদন দিতে আমরা বিনামূল্যে মাসব্যপী এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি।পর্যটকদের চাহিদা থাকলে আমরা আরও সময় বৃদ্ধি করব।এছাড়াও এতে বান্দরবানের স্থানীয় উপজাতীয় শিল্পীদের মূল্যায়ন,স্থানীয় সংস্কৃতি চর্চা ও পর্যটকদের দিনশেষে বিনোদনে অবসরটা ভালো কাটবে বলে আমরা মনে করি।ভবিষ্যতেও আমরা পর্যটকদের জন্য এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
দিনাজপুর থেকে হোটেল হিলভিউতে ভ্রমনে আসা পর্যটক নজরুল ইসলাম বলেন,এখানে উপস্থিত দর্শকদের জন্য বিনামূল্যে চা-কফির ব্যবস্থা আছে।অনুষ্ঠানটি খুব আনন্দের সাথে স্বপরিবারে উপভোগ করছি।পর্যটকদের জন্য এটি অসাধারণ আয়োজন।বান্দরবানে এসে আমার খুবই ভালো লাগলো।